ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো ৪ বসতঘর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো ৪ বসতঘর  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৪টি বসতঘর পুড়ে গেছে।  

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ সৈয়দ বাড়ি ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. নাছির, মো. আকতার হোসেন, মো. শওকত হোসেন, মো. গিয়াস উদ্দীন মানিক।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের তাপ বেশি থাকায় আমাদের একটু সমস্যা হয়েছে। সেখানে অনেকগুলো বসতঘর ছিল, ৪টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আগুনে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।