ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, জানুয়ারি ১১, ২০২৩
বাঁশখালীতে ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত ...

চট্টগ্রাম: বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গন্ডামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া (৩৮) কোহিনূর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বাঁশখালীতে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়।


 
থানা সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে গন্ডামারা বাজারে মালামাল বিক্রির টাকা তুলে উপজেলা সদরে ফেরার পথে গন্ডামারা ব্রিজ এলাকায় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।