চট্টগ্রাম: বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বিমল সর্দার (৩৫) নামে ছোটভাই আত্মহত্যা করেছেন। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের ছেলে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া থানা পুলিশ উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ডেঙ্গাপাড়া গ্রামের টহল সর্দারের ছেলে বিমল সর্দারের সঙ্গে বড় ভাই পরিমল সর্দারের ঝগড়া হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানা যাবে।
বিই/টিসি