ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হেলে পড়েছে চার তলা ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
হেলে পড়েছে চার তলা ভবন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে।

 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, বাপ্পী আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

 

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দীন বাংলানিউজকে বলেন, ভবন হেলে পড়ায় ঘটনাস্থলে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের একটি গাড়ি পাঠানো হয়েছে।  তারা সেখানে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।