ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ির মতি ভাণ্ডার দরবারে ওরস শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ফটিকছড়ির মতি ভাণ্ডার দরবারে ওরস শনিবার

চট্টগ্রাম: ফটিকছড়ির মতি ভাণ্ডার দরবার শরিফের হজরত মাওলানা মতিয়ার রহমান (ক.) প্রকাশ শাহ সাহেব কেবলার ৫৯তম ওরস শরিফ শনিবার (৪ ফেব্রুয়ারি)।

আনজুমানে রহমানিয়া ফয়েজিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফয়েজিয়া মঞ্জিলে সকাল ৬টায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হবে।

 

দিনব্যাপী জিকির, জেয়ারতে অংশ নেবেন ভক্তরা। রাত ৮টায় শাহ সাহেব কেবলার জীবনী-দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

এতে উপস্থিত থাকবেন শাহজাদা ইঞ্জিনিয়ার আব্দুর রহিম শাহ, মাওলানা আব্দুল হালিম শাহ, আব্দুল করিম শাহ, আব্দুল হাকিম শাহ, ডক্টর আব্দুল আজিম শাহ, আব্দুল মজিদ শাহ, ইঞ্জিনিয়ার তিতুমীর বান্না শাহ প্রমুখ। রাত ১২টায় আখেরি মোনাজাত ও তবররক বিতরণের মাধ্যমে ওরসের কার্যক্রম সম্পন্ন হবে।  

ওরসে আদবের সঙ্গে অংশগ্রহণের জন্য ফয়েজিয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ নানুপুরি ভক্তদের অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।