ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কমেছে জিপিএ-৫ ও পাসের হার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
কমেছে জিপিএ-৫ ও পাসের হার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার।

এবার পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ।

যা গতবার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন, যা গতবার ছিল ১৩ হাজার ৭২০ জন।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১১১টি কেন্দ্রে ৯৩ হাজার ৯৯৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৭৫ হাজার ৩২ জন। গতবার পাস করেছে ৮৯ হাজার ৬২ জন শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।