ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
চট্টগ্রামে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চট্টগ্রাম: একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠি।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় কদম মোবারক সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট জসিম চৌধুরী সবুজ।

উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি সুনীল ধর এবং বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়সী রায়

মোট চারটি পর্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে চারটি বিভাগের ফলাফল ঘোষণা করা হয় 

‘ক’ বিভাগে সারণ্য দে ও জয়িতা চৌধুরী যৌথভাবে প্রথম, সৌমিক চক্রবর্তী ও হৃদিতা চৌধুরী যৌথভাবে দ্বিতীয় এবং সপ্তর্ষি সেন ও অপসা ধর (মুনিয়া) যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন। ‘খ’ বিভাগে কথা চন্দ্র প্রথম, আদ্রিতা দেবনাথ দ্বিতীয় ও অরিজিৎ চৌধুরী তৃতীয় স্থান অধিকার করেন। ‘গ’ বিভাগে অনন্যা দাস প্রথম রতন সরকার দ্বিতীয় ও আদিত্য দে তৃতীয় স্থান অধিকার করেন। ‘ঘ’ বিভাগের দলীয় প্রতিযোগিতায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদ প্রথম, সুর মন্ডল সঙ্গীতালয় দ্বিতীয় ও প্রবর্তক সংঘ তৃতীয় স্থান অধিকার করেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।