চট্টগ্রাম: ২০ বছর আগে পবিত্র ঈদ উল আযহার রাতে জামাত-শিবিরের সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক মাহমুদ সিদ্দিকীর সুষ্ঠু বিচার দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরের দোস্তবিল্ডিং এ নগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়।
প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের রাজপথের অগ্রসেনানী ছিলেন তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিকে ধারণ করে ন্যায়ের পথে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন।
নেত্রী অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় ও সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চসিকের আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম।
সভায় আরও বক্তব্য রাখেন কামাল উদ্দিন, রাজীব চন্দ, পংকজ রায়, মোস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, শহিদুল আলম লিটন, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, ইমরান হোসেন মুন্না,নাসির আলী খান পান্না,শফিকুর রহমান, ফারজানা মিলা, ডা. হাবীব ইকবাল শুভ, ইকবাল করিম, কোহিনুর আকতার, এম এ খালেক,দিলোয়ারা বেগম, জসীম উদ্দিন, এম এ হাসান, মিশু সেন, সানাউল্লাহ, এস এম রাফি, মোহাম্মদ সাহেদ, রিমন বিন চৌধুরী,মোহাম্মদ জুয়েল ও প্রয়াত নেতার সন্তান জুনায়েদ সিদ্দিকী চিশতী।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমআর/টিসি