ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক দোস্ত মোহাম্মদের মায়ের মৃত্যুতে চবিসাসের শোক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
সাংবাদিক দোস্ত মোহাম্মদের মায়ের মৃত্যুতে চবিসাসের শোক ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য দোস্ত মোহাম্মদের মা ওজিবা আক্তারের (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে চবি সাংবাদিক সমিতি।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক ইমাম ইমু যৌথ বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক দোস্ত মোহাম্মদের মাত ওজিবা আক্তার। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।

বিবৃতিতে চবি সাংবাদিক সমিতির নেতারা বলেন, ২০২২ সালের ৩ মার্চ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান চবিসাসের সদস্য দোস্ত মোহাম্মদের পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক। বাবার মৃত্যুর এক বছর না পেরুতেই মৃত্যু ঘটে তাঁর মমতাময়ী মায়ের। ওজিবা আক্তারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমা ওজিবা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে চবি সাংবাদিক সমিতি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।