ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টম হাউসের এসিতে ধোঁয়া, আতঙ্ক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, জুলাই ৮, ২০২৫
কাস্টম হাউসের এসিতে ধোঁয়া, আতঙ্ক 

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন চট্টগ্রাম কাস্টম হাউসের দ্বিতীয় তলার ‘লং রুমে’ এসিতে আকস্মিক  ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ধোঁয়া দেখার পরপরই লং রুমে হুড়োহুড়ি শুরু হয় এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা দ্রুত বেরিয়ে যান। শুল্কায়ন কার্যক্রমে কিছুক্ষণ বিঘ্ন ঘটে।

 

বেলা সোয়া দুইটায় কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাংলানিউজকে জানান, এসি থেকে হঠাৎ ধোঁয়া বের হয়েছিল। এখন শুল্কায়নসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।