ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌবাহিনীর হকিতে ঢাকা নৌ অঞ্চল দল চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নৌবাহিনীর হকিতে ঢাকা নৌ অঞ্চল দল চ্যাম্পিয়ন

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল দল বানৌজা ঈসাখান দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বানৌজা ঈসাখান দলের এম সোহাগ গাজী, লিডিং টপ, সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিএন ডকইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় বিএন ডকইয়ার্ড ক্রীড়া কমপ্লেক্স মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি ও সংস্থার ৮টি দল অংশ নিয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত দিনে বানৌজা ঈসাখান দল এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।  

সমাপনী দিনে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড কমডোর খন্দকার আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি নতুন খেলোয়াড় তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনী তথা বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।  

স্থানীয় নৌ কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক নৌ সদস্য খেলা উপভোগ করেন।

নৌবাহিনীর বার্ষিক এ হকি প্রতিযোগিতা নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড স্বীকৃত আন্তর্জাতিক ও বাংলাদেশ হকি ফেডারেশন অনুমোদিত আইনানুসারে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।