ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার চবির দুই শিক্ষার্থী 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার চবির দুই শিক্ষার্থী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী। এসময় ছিনতাইকারীর দা এর আঘাতে আহত হয়েছেন একজন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাংলাদেশ স্ট্যাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মুরসালিন সরকার বাংলানিউজকে বলেন, ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে মোবাইল ফোন ও দুটি মানিব্যাগ কেড়ে নিয়েছে।

দেশীয় অস্ত্রসহ ৩ জন আমাদের ঘিরে ধরে। এসময় তারা আমাকে দা দিয়েও কোপ দেয়। পরে আমি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল থেকে চিকিৎসা নিয়েছি।

চবি নিরাপত্তা দফতরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ওখানে না যাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা আছে। কিন্তু শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা না মেনে ওখানে যান। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরে লোকবল সংকট আছে। যার ফলে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।