ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন গতবারের মত হলে জনগণ বুঝিয়ে দেবে ‘কত ধানে কত চাল’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
নির্বাচন গতবারের মত হলে জনগণ বুঝিয়ে দেবে ‘কত ধানে কত চাল’ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: আগামী নির্বাচন যদি আগের নির্বাচনের মত, দিনের ভোট রাতে করা হয় তাহলে বাংলাদেশের মানুষ ‘কত ধানে কত চাল’ তা বুঝিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউড়ি নুর আহম্মেদ সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, রাজপথ ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। রাজপথে জনগণকে নিয়ে এ সরকারকে হটাতে হবে।

ঢাকায়ও আমাদের সমাবেশ হয়েছে। লোকে লোকারণ্য ছিল এ পদযাত্রা। আওয়ামী লীগ আজ এতিম হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। আর পুলিশ তাদের পিছে পিছে ঘুরছে। ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।  

বিশ্ব বিবেক আজ বিএনপির পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী নির্বাচন যদি আগের নির্বাচনের মতো করেন, দিনের ভোট রাতে চুরি করেন তাহলে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে ‘কত ধানে কত চাল’। বিশ্ব বিবেক আজ আমাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা বার্তা দিচ্ছেন পরিষ্কারভাবে। যদি বাংলাদেশের গণতন্ত্র নিচের দিকে যায় তাহলে তাদের সঙ্গে সম্পর্কও নিচের দিকে যাবে। জনগণ আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে নিরপেক্ষ সংসদ ও নিরপেক্ষ সরকার আনবে যাদের সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা থাকবে।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, সারাদেশে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে সরকারের পতনের লক্ষে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আজকের এই পদযাত্রা কর্মসূচি প্রমাণ করে তারা এ সরকার চায় না।  

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

পরে বিএনপি নেতাদের নেতৃত্বে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি কাজীর দেউড়ি নুর আহম্মেদ সড়ক থেকে শুরু হয়ে লাভলেইন মোড়, জুবলী রোড়, তিনপুলের মাথা, বোস ব্রাদার্স, ডিসি হিল, বৌদ্ধ মন্দির, লাভলেইন হয়ে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।