ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ জিসান (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদুয়া বাজারের দক্ষিণ পাশে আরকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান পদুয়া নাওঘাটা এলাকার মো. সরওয়ারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, পদুয়া বাজারে যাওয়ার পথে পিছন থেকে আসা একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ওই যুবক সড়ক থেকে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।