ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিদিনই দেরিতে ছাড়ছে ‘বিজয় এক্সপ্রেস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
প্রতিদিনই দেরিতে ছাড়ছে ‘বিজয় এক্সপ্রেস’ ...

চট্টগ্রাম: গত এক সপ্তাহে একদিনও সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ট্রেনের সময় পরিবর্তন করায় এমন বিপর্যয় ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা।

যাত্রীরা বলছেন, প্রায় প্রতিদিনই আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়ছে বিজয় এক্সপ্রেস।

আগে এ ট্রেন ৭টা ২০ মিনিটে ছাড়তো। সময় পরিবর্তন করে ৯টায় ছাড়ার কথা থাকলেও প্রতিদিনই দেরিতে ছেড়ে যাচ্ছে।  ময়মনসিংহ থেকেও দেরিতে ছাড়ছে ট্রেন।  

জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগিতে প্রায় ৬০০ আসন রয়েছে। এ ট্রেনটি ময়মনসিংহ থেকে ভোর ৬টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৯টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু গত এক সপ্তাহে কখনো ২০ মিনিট, কখনো আধা ঘণ্টা আবার কখনো এক ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে এ ট্রেন। ভোর ৬টায় ময়মনসিংহ থেকে আসা ট্রেনের কোচগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করতে নগরের দেওয়ানহাটের মার্শালিং ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। মূলত সেখান থেকে আসতেই এত দেরি হয় বলে জানান সংশ্লিষ্টরা।  

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস গত ১৩ ফেব্রুয়ারি ১৫ মিনিট, ১৫ ফেব্রুয়ারি ১০ মিনিট, ১৬ ফেব্রুয়ারি ৪৫ মিনিট, ১৭ ফেব্রুয়ারি ১ ঘণ্টা ২৫ মিনিট, ১৮ ফেব্রুয়ারি ৩৫ মিনিট, ১৯ ফেব্রুয়ারি ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, শিডিউলে পরিবর্তন আসায় ট্রেনটি ছেড়ে যেতে কিছু সময় দেরি হচ্ছে। এছাড়া ট্রেনটি মার্শালিং ইয়ার্ডে নিয়ে কাজ করার ফলে সময়ের হেরফের হচ্ছে।

মোহাম্মদ নুরুজ্জামান নামের এক যাত্রী বাংলানিউজকে বলেন, ব্যবসায়িক কাজে আমাকে চট্টগ্রাম থেকে সপ্তাহে তিনবার ময়মনসিংহ যেতে হয়৷ গত এক সপ্তাহে ময়মনসিংহগামী ট্রেনটি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।  

ব্যাংকার শাকিলা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, গত ১৩ বছরে সরকারের এক লাখ কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দের সুফলের নমুনা যদি এটা হয়- তাহলে তা যাত্রীদের সঙ্গে এক প্রকার তামাশা বলা চলে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।