ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বাঁশখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাস মুন্সীরহাট ও গুনাগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় স্বপ্নীল সুপার মার্কেটের মালিককে ৪০ হাজার টাকা, গুনাগরী বাজারের গণি প্লাজার মালিককে ৫০ হাজার, বিক্রয় নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করায় স্বপ্নীল সুপার মার্কেটের আল রহমান কসমেটিকস ও জাহেদ কসমেটিকস ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার পরিচালনা করায় বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৭, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।