ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় বাসের ধাক্কায় মনির আহম্মদ (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে রাহাত্তারপুল ফুলকলির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির আহম্মদ চান্দগাঁও থানাধীন সালেহ আহম্মদ মুন্সি বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনয়নকারীর তথ্যানুযায়ী, রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির লোকাল বাস ধাক্কা দিলে আহত হয়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।