ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মো. ফজলু মিয়ার মৃত্যুবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
মো. ফজলু মিয়ার মৃত্যুবরণ ...

চট্টগ্রাম: একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক নজরুল কবির দিপুর বাবা মো. ফজলু মিয়া মৃত্যুবরণ করেছেন।

মঙলবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

মো. ফজলু মিয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ের বাবা।

বুধবার (৮ মার্চ) জোহরের নামাজের পর নরসিংদী সদরের দগরিয়া মসজিদ প্রাঙ্গণে (পুলিশ লাইন্সের বিপরীতে) মো. ফজলু মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ফজলু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।