ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এলাকাবাসীর ওপর হামলা, অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এলাকাবাসীর ওপর হামলা, অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: সাতকানিয়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর হামলার অভিযোগে জাহেদুল আলম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে উখিয়ার পালংখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পরে বুধবার (৮ মার্চ) সাতিকানিয়ার পাঁচঘইরগা পাড়া এলাকার তার বসতবাড়িতে থেকে হামলায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ৪ মার্চ সকালে এলাকাবাসীরা মিলে উত্তর পুরানগর নজির আহমদের বাড়ির পশ্চিম পাশে পাঁচঘইরগা পাড়ার রাস্তা মেরামত শুরু করে।

কিছুক্ষণ পর জাহেদ ও তার পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে জাহেদ তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে চারজন গুলিবিদ্ধ হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, আত্মগোপনে থাকা জাহেদকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এলাকাবাসীর ওপর হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, জাহেদের বিরুদ্ধে হামলার ঘটনা এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রচলিত আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।