ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষ্ণখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
কৃষ্ণখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম  ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার কৃষ্ণখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেশকিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বাকি স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

 

এর আগে বুধবার (৮ মার্চ) সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়িশ্চর ইউনিয়নের গোলাপের দোকান এলাকায় এ অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।  

অভিযানে কৃষ্ণখালীর কিনারে অবৈধভাবে গড়ে উঠা বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় ভেঙ্গে নেওয়ার শর্তে বেশ কয়েকজনকে ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, এলাকার বেশ কয়েকজন কৃষক জেলা প্রশাসক স্যারের কাছে কৃষি সেচের জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণখালী দখল উচ্ছেদের আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।  

তিনি আরও বলেন, অভিযানের কারণে কৃষ্ণখালী খনন কার্যক্রম পরিচালনা করা যাবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যা হ্রাস পাবে ও অনাবাদি জমি আবাদের আসবে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও যেসব স্থাপনা এখনো রয়েছে তাদের ৭ দিনের সময় দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে নিজ দায়িত্বে তাদেরকে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় আমরা কঠোর অবস্থানে যাবো।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।