ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইভেটকারে ১০ হাজার ইয়াবা, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
প্রাইভেটকারে ১০ হাজার ইয়াবা, যুবক গ্রেফতার

চট্টগ্রাম: লোহাগাড়া থানার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকারে ইয়াবা পরিবহন করে পাচারকালে মো. সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

রোববার (১২ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

লোহাগাড়া থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকাল পৌনে এগারটার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের ডেস্কবোর্ডের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 সেইসঙ্গে প্রাইভেটকারে থাকা সাকিব হোসেনকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।  

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সাকিবকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।