ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাভেল ব্যাগে মিলল পৌনে ২৪ হাজার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ট্রাভেল ব্যাগে মিলল পৌনে ২৪ হাজার ইয়াবা

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশের পিএবি রোডের থেকে ২৩ হাজার ৮০০ ইয়াবাসহ দূরপাল্লার সেন্টমার্টিন বাসের আব্দুস শুক্কুর (২৬) নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস শুক্কুর (২৬), কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্ষ্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা কানজর পাড়ার জাগির হোছনের ছেলে।   

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের কর্মকর্তারা কর্ণফুলী থানার শাহ-আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশের পিএবি রোডে ডিউটি করতে থাকেন।

সোমবার ভোরের দিকে টেকনাফ থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।  এ সময় আব্দুস শুক্কুরের ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১১৯টি নীল রঙের পলি প্যাকেট থেকে মোট ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, আব্দুস শুক্কুর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।