ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৪০টিরও বেশি প্রকল্প নিয়ে সিপিডিএল প্রপার্টি এক্সপো শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, জুলাই ১৭, ২০২৫
৪০টিরও বেশি প্রকল্প নিয়ে সিপিডিএল প্রপার্টি এক্সপো শুরু

চট্টগ্রাম: আবাসন ও বাণিজ্যিক খাতে গুণগত উৎকর্ষতা ও গ্রাহক আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত সিপিডিএল, এবার আয়োজন করেছে ‘সিপিডিএল প্রপার্টি এক্সপো’। এটি এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ যেখানে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের ৪০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প।

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সিপিডিএল হুসনা প্যালাডিয়াম প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এই এক্সপো চলবে ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সিপিডিএল-এর নির্মাণাধীন ও রেডি প্রকল্পসমূহ থেকে নির্বাচিত ইউনিটগুলো এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে সিংগেল ও ডাবল ইউনিট অ্যাপার্টমেন্ট হোম,  ২০+ কন্ডো ফিচার সম্বলিত কমিউনিটি লিভিং এবং কর্পোরেট অফিস, ফ্ল্যাগশিপ শোরুম, রেস্টুরেন্ট-এর জন্য কমার্শিয়াল স্পেস, -সহ বিভিন্ন ধরনের প্রকল্প।

বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সিপিডিএল দেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে আধুনিক নগরায়ণের ধারায় নিরলসভাবে কাজ করে চলেছে। গ্রাহক অভিরুচি, প্রয়োজন এবং বাজেট অনুযায়ী বিনিয়োগ বা আবাসন পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যেই এই উদ্যোগ।

এই এক্সপোতে উপস্থিত থেকে গ্রাহক সাধারণ সরাসরি প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন, বুকিং সুবিধা গ্রহণ এবং ইনভেস্টমেন্ট কনসালট্যান্টদের সহায়তায় বিনিয়োগ পরামর্শ নিতে পারবেন।

এই আয়োজনের মাধ্যমে সিপিডিএল প্রত্যাশা, আবাসন বা বাণিজ্যিক সম্পদ ক্রয়ে ইচ্ছুক সবার জন্য এটি একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

বিস্তারিত জানা যাবে ০১৭৫৫-৬৬৩৬৩৬ নম্বরে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।