ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

চট্টগ্রাম: নগরের টোল রোডে প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম (৩২) নামে এক ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিহত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ওয়াই জনশং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোজাহিদুল ইসলাম, বি-বাড়ীয়া জেলার সদর থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের বন্দর বিভাগের কর্মরত ছিলেন।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ বাংলানিউজকে বলেন, ওয়াই জনশং এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম নামে এক ট্রাফিকের সার্জেন্ট ও অন্য একজন ব্যক্তি আহত হয়। সেখান থেকে দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম নামে একজন সার্জেন্ট আহত হয়। রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।