ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় আহত রিকশাচালক আবু তাহের (৫৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান বলেন, চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে আহত রিকশাচালক আবু তাহেরকে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওইদিন রাত ৮টার দিকে উপজেলার আরকান সড়কের আপেল আহমদ টেক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন আবু তাহের।

নিহত আবু তাহের বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।  

স্থানীয়রা জানান, আরকান সড়কের আপেল আহমেদ টেক এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো -চ ১১-৩৭৮০) ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন রিকশাচালক আবু তাহের। তবে রিকশায় কোনো যাত্রী ছিলো না।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।