ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইন্সপেক্টরস অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ইন্সপেক্টরস অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন ...

চট্টগ্রাম: বাংলাদেশ ইন্সপেক্টরস অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার কার্যকরী পরিষদ নির্বাচনে (২০২৩-২৫) ইয়ামিন-তোফাজ্জল পরিষদ পুরো প্যানেলে জয়লাভ করেছে।  

মঙ্গলবার (২১ মার্চ) আগ্রাবাদের সিডিএ আবাসিকের পিএইপি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে মো. ইয়ামিন ফারুক সভাপতি, মো. এনায়েত হোসেন সিনিয়র সহ-সভাপতি, মো. শাহ আলম সরকার সহ-সভাপতি, মো. তোফাজ্জল হুসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন।  

অন্যান্যের মধ্যে মোহাম্মদ তাইজুল ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব, এমএম সাইফুর রহমান যুগ্ম মহাসচিব, এসএম কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক, মো. রুস্তম আলী ফরাজী দপ্তর সম্পাদক, মোহাম্মদ ইরশাদ হোসেন চৌধুরী প্রচার সম্পাদক, মোহাম্মদ জাকির হাসান সমাজকল্যাণ সম্পাদক, আনোয়ার হোসেন খান অর্থ সম্পাদক, জামাল উদ্দিন সাংস্কৃতিক সম্পাদক, মো. এমরান বিন ইউসুফ ক্রীড়া সম্পাদক, অনু প্রভা দে মহিলা সম্পাদিকা এবং মনির হাছান ভূইয়া আনোয়ার, কাকলী মজুমদার, মো. আবদুল হান্নান, মো. কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, বাহা উদ্দিন মল্লিক, মফিজুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন।

 

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।