ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছাসেবী সংগঠন আশ্বাস এর ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
স্বেচ্ছাসেবী সংগঠন আশ্বাস এর ইফতার সামগ্রী বিতরণ ...

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও ফরিদা পাড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আশ্বাস এর উদ্যোগে প্রায় ২০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

এসময় তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন ক্ষুদ্র ক্ষুদ্র কার্যক্রমে সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই অস্থির সময়েও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, যা প্রশংসনীয়।

তাদের এই কার্যক্রমের জন্য নিম্ন ও দুস্থ মানুষরা এখন ভালভাবে বেঁচে থাকার আশা রাখে। আমাদের সবার অল্প অল্প মানবিক কাজই একদিন বৃহৎ আকারে রূপান্তরিত হবে।

এসময় আকবর মুন্সি জামে মসজিদের মোয়াজ্জেম জসিম উদ্দীন, আশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো. সাকিব উদ্দীন সৌরভ, অ্যাডমিন ওসমান ফারুক, নিশাত সাবরিনা তাসনিয়া, সদস্য মুশফিকুল আলম, রবিউল হোসেন তৌহিদ, মোহাম্মদ আলী, মো. আরমান হোসেন, মোহাম্মদ সজীব ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৫  ঘণ্টা, ২৬ মার্চ, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।