ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশুদের মানসিক বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই: জেলা প্রশাসক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
শিশুদের মানসিক বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই: জেলা প্রশাসক 

চট্টগ্রাম: জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, শিল্পচর্চা হতে পারে এমন একটি উপাদান যা একটি সমন্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করবে। শিল্প শিশুদের আবেগ প্রকাশের একটি কার্যকর হাতিয়ার।

সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে চট্টগ্রাম শহরের একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় কমিউনিটি আর্টের মাধ্যমে সহিংসতা প্রতিরোধে একটি উদ্ভাবনী পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নারী পুরুষ নির্বিশেষে  ভূমিকা পালন করতে হবে।

তাই ভবিষ্যৎ  প্রজন্ম হিসেবে শিশুদের উন্নত মানসিকতায় স্মার্ট করে গড়ে তুলতে ইতিবাচক  আর্ট ও কালচারে বিকশিত হতে হবে যার মাধ্যম হবে শিল্প।

ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা ক্যাল্পোনা বলেন, ইউনিসেফ মানুষকে সংযুক্ত করতে এবং শিশুদের জন্য একটি সুরক্ষামূলক পরিবেশ গড়ে তোলার জন্য শিল্পের শক্তিতে বিশ্বাস করে।  এই উদ্যোগটি গ্রাম পর্যায় পর্যন্ত একটি জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য এই পদ্ধতিটি টেকসই হয় তা নিশ্চিত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা অত্যন্ত স্বাগত।

এতে সভাপতিত্ব করেন এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) এর প্রকল্প পরিচালক এস এম লতিফ।  

তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এপিসির অনেক কার্যক্রমের মধ্যে, সারা দেশে এই কমিউনিটি আর্ট শিশুদের, কিশোর-কিশোরীদের এবং সম্প্রদায়ের সদস্যদের শিশু সুরক্ষা কার্যক্রমে জড়িত করতে অনুপ্রাণিত করবে এবং উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।