ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন কণিকার নতুন কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন কণিকার নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন কণিকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বার্ষিক সাধারণ সভা শেষে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

এ সময় সংগঠনটির সদস্যদের সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের মতো কফিল উদ্দিনকে সভাপতি ও মো. ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও নতুন কমিটিতে সাইদ আল মাহমুদ, জুবাইদা বেগম ও দ্বীন ইসলামকে সিনিয়র সহ সভাপতি, অমিত ইবনে হোসেন, সাফায়েত উল্লাহ ও ইলিয়াস হোসেনকে সহ সভাপতি, সাদি মোহাম্মদ নাসিম ও আয়েশা আক্তারকে যুগ্ন সাধারণ সম্পাদক, গাজী রাকিব উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং আব্দুর রহমান তামজিদ  সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম বলেন, নতুনভাবে ভাবে দায়িত্ব নিয়ে চেষ্টা থাকবে আরো আরো সচেতনতামূলক সেমিনার আয়োজন করে মানূষকে সচেতন করা এবং রক্তদানে মানুষকে মাঠ পর্যায়ে উদ্বুদ্ধ করা।

সভাপতি মো. কফিল উদ্দিন বলেন, ‘কণিকা প্রতিষ্টালগ্ন থেকে মানবকল্যানে কাজ করে যাচ্ছে, নবনির্বাচিত কমিটি ও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কর্মপরিধি বাড়ানোর চেষ্টা করবে। সংগঠনকে আরো বিস্তৃত পর্যায়ে নিয়ে দেশব্যাপি মানবকল্যাণে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এর বাইরে শাবনাজ মুস্তারি বৈশাখীকে অর্থ সম্পাদক, মায়া খানমকে সহ অর্থ সম্পাদক, সাদিয়া ফাতেমা মীমকে ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, আতিশা ইবনাতকে সাংস্কৃতিক সম্পাদক, মাবিয়া নওশিনকে মানব সম্পদ ও উন্নয়ন সম্পাদক, সুমাইয়াকে সহ মানব সম্পদ ও উন্নয়ন সম্পাদক, আরাফাত বিন হাসানকে প্রচার সম্পাদক, ঈশা কামাল সহ প্রচার সম্পাদক, ফারজানা ইমিকে অফিস সম্পাদক, মাহিশা মামুনকে সহ অফিস সম্পাদক, তামান্না আক্তারকে প্রকাশনা সম্পাদক, এহসান জাকারিয়াকে সহ প্রকাশনা সম্পাদক, এমদাদুল নাবিলকে ক্যাম্পেইন সম্পাদক, জুনায়েদ দুর্জয়কে সহ-ক্যাম্পেইন সম্পাদক, নূর হোসেন রাসেলকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোক্তালিম সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নাবিলা নাসরিনকে সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয় নিশাত আকলিমা, অনন্ত ত্রিপুরা, নিশান, সহসিন রিমন এবং সুরাইয়া আক্তারকে।  

এর আগে বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক ফরহাদুল।  

এ সময় কণিকার অভিবাবক প্যানেলের সদস্য সাইফুল্লাহ মুনির, মোহাম্মদ সায়েম এবং কণিকার জ্যেষ্ঠ সদস্য মো. সাইফুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।