ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে কনটেইনারের কাপড় চুরির সময় আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, সেপ্টেম্বর ১২, ২০২৫
বন্দরে কনটেইনারের কাপড় চুরির সময় আটক ১

চট্টগ্রাম: বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১৩ নম্বর শেডে একটি কনটেইনারের সিল ভেঙে কাপড় চুরির সময় সিসিটিভিতে দেখে মো. সাইফুল ইসলাম রুবেলকে (৩৪) আটক করা হয়েছে।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরের উপসচিব জানিয়েছেন, সিসিটিভিতে কয়েকজনকে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ একটি কনটেইনারের সিল ভেঙে চুরি করতে দেখে বন্দরের নিরাপত্তা বিভাগ একজনকে আটক করেছে। তার কাছে ৭টি কাপড়ের রোল ও চার পিস ইয়াবা পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, ট্রাকটি তার নিজস্ব। একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে ঢুকেছিলেন।   

পরে রুবেলকে কাপড়, ইয়াবা, ট্রাকসহ বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।