ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাপড় কেনা নিয়ে ক্রেতা-বিক্রেতার হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
কাপড় কেনা নিয়ে ক্রেতা-বিক্রেতার হাতাহাতি ...

চট্টগ্রাম: টেরিবাজারে কাপড় কেনা নিয়ে বিক্রেতার সঙ্গে ক্রেতার কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।  

শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, এক ক্রেতা কাপড় কেনার জন্য একটি দোকানে যান। ওই ক্রেতা বিনামূল্যে কাপড়ের নমুনা নিতে চাইলে দোকানের বিক্রয় কর্মী তাতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষুব্ধ হন ওই ক্রেতা। পরে দোকানের মালিক এলে তাকেও শাসান তিনি। ওই ক্রেতা স্থানীয় বাসিন্দা হওয়ায় নিজের প্রভাব দেখাতে লোকজন জড়ো করেন। একপর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। পরে উভয়পক্ষ রাস্তায় অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকান-পাট। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বাংলানিউজকে জানান, কাপড় কেনার বিষয় নিয়ে দুইপক্ষ হাতাহাতিতে জড়ায়। পরে আমি ও কোতোয়ালী থানার পুলিশ গিয়ে তাদের শান্ত করি। আজ (৯ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানায় বিষয়টি সমাধান হবে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।