ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
বিএনপির অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না: নাছির ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা জানি সাধারণ মানুষ কী চায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাগবে আওয়ামী লীগ সচেষ্ট।

অথচ জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা নির্বাচনেও আছি রাজপথেও আছি।
তাই কোনো রকম অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই অরাজকতা চলবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১১ এপ্রিল) নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারকে নিয়ে ষড়যন্ত্রকারীরা থেমে নেই জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশকে যারা অস্থির করে আরেকটি ১/১১ এর স্বপ্ন রচনা করতে যাচ্ছে তাদের জাতি প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপ্রচার ও কুৎসা রটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন কথিত নোবেলজয়ী সুদখোর ড. ইউনূস। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে এদের বিরুদ্ধেই জনগণকে ম্যান্ডেট দেওয়ার জন্য তৈরি করে নেওয়ার সুযোগ এসেছে।  

পথসভায় চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, আমরা আপনাদের ভালোবাসায় ধন্য। আমি আপনাদের সেবা করার সুযোগ পেলে আপনাদের কথা অনুযায়ী চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করবো। বর্তমান সংসদের মেয়াদের শেষপর্যায়ে আপনাদের সেবা করার সুযোগকে কাজে লাগিয়ে সবার হৃদয়ে চিরস্থায়ী ঠাঁই পেতে চাই।  

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসীম উদ্দীন, খালেদ হোসেন খান মাসুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।