ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বোয়ালখালীতে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে অটোরিকশার নিহত যাত্রী পোস্টমাস্টার মো.করিমের স্ত্রী রোকসানা বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই এসএম মোবারক হোসেন বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের পর বাস চালক মো. জাকির হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে শুক্রবার (১৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নগরীর ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ী দারোগাহাট রোড ও ফটিকছড়ি এলাকার বাসিন্দা জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৩৫), পটিয়ার করনখাইন গ্রামের বলরাম দে'র ছেলে বাবুল দে (৬০), কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল হাসেমের ছেলে আবু ফয়েজ (২৫) ও পটিয়া দৌলতপুর এলাকার নুরুল ইসলামের পুত্র মো. করিম (৫৪)।

ওই ঘটনায় আহত অটোরিকশা চালক (চট্টগ্রাম থ–১৪–৮১৮৪) মো. জনি নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক জানান, বাসটি জব্দ করা হয়েছে।  বাসের চালক জাকির হোসেন (৩০) নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ ইউনিয়নের মোবারক বাড়ির আবদুল হাশেমের পুত্র।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।