ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশু পুড়িয়ে মারার ঘটনার পুনঃতদন্ত চায় ৬ মানবাধিকার সংগঠন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
শিশু পুড়িয়ে মারার ঘটনার পুনঃতদন্ত চায় ৬ মানবাধিকার সংগঠন  ...

চট্টগ্রাম: শিশুকে নির্যাতনের পর কেরোসিন ঢেলে পুুড়িয়ে হত্যার সঠিক বিচার ও মামলার পুনঃতদন্তের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছয়টি মানবাধিকার সংগঠন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০১৪ সালের ২৯ নভেম্বরে নগরের ১৩ নম্বর আইস ফ্যাক্টরির একটি ভবনে আমিন আহমেদ রোকনের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতো রুনা (১৪) নামে একটি শিশু। গৃহকর্তা রোকন শিশু গৃহকর্মী রুনার ওপর নানা ভাবে বিভিন্ন সময় পাশবিক নির্যাতন চালাত।

ভুক্তভোগী রুনার মা মেয়েকে দেখতে আসলে সে (রুনা) তার মাকে সবকিছু জানায়। এতে আসামি রোকন ক্ষিপ্ত হয়ে রুনাকে আরও নির্যাতন করে এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে রুনাকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হলে দুই দিন পর চিকিৎসারধীন অবস্থায় সে মারা যায়। রুনার মা রোকেয়া বেগম সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।  

এসময় মানবাধিকারকর্মীরা অভিযোগ করেন, এ ঘটনা তৎকালীন সময়ে চাঞ্চল্য তৈরি করলেও স্থানীয় এমপির ভাগিনা হওয়ায় গ্রেপ্তার করেনি আইনশৃংখলা বাহিনী। উল্টো বাদীনিকে গুম করে, মিথ্যা বাদীনি সাজিয়ে মামলা তুলে নেয়া হয়।  

মানবাধিকার কর্মীরা মনে করেন, একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না এনে, একটি অসহায় শিশুর নির্মম হত্যাকাণ্ড এভাবে ধামাচাপা দিলে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নারী ও শিশু নির্যাতনের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন পরিকল্পিত হত্যা মামলা প্রত্যাহার করা যায়না। এমনকি এই মামলায় ঘটনার কোন সাক্ষীকে আদালতে আনা হয়নি।

সাংবাদ সম্মেলনে ছয়টি মানবিকার সংস্থার পক্ষ থেকে সেলিম হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম, মনসুর উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবাধিকার বাস্তবায়ন কমিশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ আইন ও শালিস কেন্দ্র, লিগ্যাল এইড কমিটি, কাশফুল সোসাল ডেভলাপমেন্ট সোসাইটি, নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এই সাংবাদিক সম্মেলনে এ মামলার পুনঃ তদন্ত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে আসামি রোকনের যথোপযুক্ত শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।