ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬ ...

চট্টগ্রাম: পটিয়ার হরিণখাইন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছেন ৬ জন।  

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শাহিদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)। আহতরা হলেন- আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকা মনি (৩) ও আবুল কালাম (৫২)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ হিমাংশু বিকাশ সরকার। তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শাহিদা ও আব্দুল হামিদ নামে দুইজনকে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।