ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫ যাত্রী ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে একই পরিবারের ৫জন। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

অগ্নিদগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)।  

সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদেরকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, দুপুরে শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা,  এপ্রিল ২৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।