ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টিআইসির পরিচালক হলেন অভীক ওসমান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, আগস্ট ১৭, ২০২৫
টিআইসির পরিচালক হলেন অভীক ওসমান অভীক ওসমান

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) অস্থায়ী পরিচালক হিসেবে নাট্যকার ও লেখক ওসমান গণি চৌধুরীকে (অভীক ওসমান) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।  

নগরের কে সি দে সড়কে ২০০৭ সালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রতিষ্ঠা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

ওই সময় থেকে পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তির্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দার। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।