ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিদ‌্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
বাঁশখালীতে বিদ‌্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীর সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিদ‌্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মত্যুবরণকারী মো. রুবেল (২৮) স্থানীয় মোহাম্মদ ফকিরের ছেলে।

তিনি একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রুবেলের চাচাতো ভাই আবুল বশর জানান, বৈদ্যুতিক মোটর চলাকালে পুকুর নেমে সেটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবেল। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইফতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।