ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটার দায়ে দুই যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ৪, ২০২৩
কৃষি জমির মাটি কাটার দায়ে দুই যুবকের কারাদণ্ড ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে খোরশেদ আলম (২৯) ও মো. আবুল হোসেনকে (৪০) ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

বুধবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার আফজলনগরের সোনাকানিয়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সোনাকানিয়া বোর্ড অফিসের পূর্ব পাশের মাঠের কৃষি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে মো. খোরশেদ আলম ও মো. আবুল হোসেন নামের দুই যুবককে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানের খবর পেয়ে কিছু দুষ্কৃতকারী পালিয়ে যায়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ০৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।