ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উপকূলীয় এলাকার অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
উপকূলীয় এলাকার অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা

চট্টগ্রাম: মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে উপকূলীয় জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৩ মে) দুপুর তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

এসময় এ যুবলীগ নেতা জানান, ‘মোখা’র মোকাবিলায় ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত করে হয়েছে। পাশাপাশি যুবলীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সুফিউর রহমান টিপু, মো. ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মো. সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, সাদ্দাম হোসেন জয়, মো. মাসুম, হেলাল উদ্দিন, শাওন রহমান, এনাম উদ্দিন, আব্দুল মোতালেব রানা, মঈনুদ্দিন রুবেল, কাউসার, মো. রাজু, আকবর জুয়েল, মহিম ইসলাম রায়হান, মো. হাসিবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।