ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা 

চট্টগ্রাম: বাংলাদেশি একটি সংস্থার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন প্যানেল মেয়র ও সংক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন মেয়র। তাকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম), কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

মেয়র ঢাকা থেকে শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্ আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হবেন। তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৪ জুন  (রোববার) দেশে ফেরার কথা রয়েছে।  

ভারপ্রাপ্ত মেয়র চসিক কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগরের উন্নয়ন ও নাগরিক সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।