চট্টগ্রাম: চলতি শিক্ষাবর্ষে (২০২৫-২৬) একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে বুধবার (৩০ জুলাই)। আবেদন করা যাবে ১১ আগস্ট পর্যন্ত।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে।
চট্টগ্রামের শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম কলেজে ১ হাজার ৪০টি আসন আছে। বিজ্ঞান বিভাগে ৬৬০টি ও মানবিকে ৩৮০টি। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৭২৫টির মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৬০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১৫টি ও মানবিকে ৪৫০টি আসন আছে। সরকারি সিটি কলেজে ২ হাজার ৪০০টি আসনের মধ্যে দিবা শাখায় বিজ্ঞান বিভাগের ৭০০টি, ব্যবসায় শিক্ষায় ৪০০টি ও মানবিকে ৫০০টি এবং নৈশ শাখায় ব্যবসায় শিক্ষায় ও মানবিকে আসন ৪০০টি করে আসন আছে। সরকারি কমার্স কলেজে আসনসংখ্যা ১ হাজার। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে মোট আসন ১ হাজার ৪০০টি। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০০টি করে, মানবিকে আসন ৪০০টি।
এছাড়া বেসরকারি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে আসন ৯০০টি, আগ্রাবাদ মহিলা কলেজে আসন ১ হাজার ৩২৫টি। নগরের বাইরে হাটহাজারী সরকারি কলেজে ১ হাজার ৫৬০টি, বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে আসন ১ হাজার ৫০০টি, সাতকানিয়া সরকারি কলেজে ১ হাজার ৫০০টি, গাছবাড়ীয়া সরকারি কলেজে ১ হাজার ৩৫০টি, পটিয়া সরকারি কলেজে ১ হাজার ২৫০টি, নিজামপুর সরকারি কলেজে ১ হাজার ২২৫টি, রাউজান সরকারি কলেজে ১ হাজার ৫০টি, ফটিকছড়ি সরকারি কলেজে ১ হাজার, বাঁশখালীর সরকারি আলাওল কলেজে ৯৫০টি, রাঙ্গুনিয়া সরকারি কলেজে ৯৫০টি, চুনতি সরকারি মহিলা কলেজে ৭০০টি ও সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে ৬৫০টি আসন রয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, নগরের কলেজগুলোতেই আসনসংখ্যা সাড়ে ৫১ হাজার। তিন পার্বত্য জেলায় একাদশ শ্রেণিতে ভর্তির আসন ১ লাখ ২০ হাজার। চট্টগ্রামের কিছু কলেজের আসন সংখ্যা বাড়তে পারে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।
এদিকে চট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগে আবেদনের যোগ্যতা জিপিএ-৫ ও মানবিক বিভাগে সর্বনিম্ন জিপিএ-৪। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজে আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪.৫ ও মানবিকে সর্বনিম্ন জিপিএ-৪। সরকারি কমার্স কলেজে আবেদনের যোগ্যতা জিপিএ-৪.৫৬ নির্ধারণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখা সূত্রে জানা গেছে, প্রতিবছর এসএসসি পাস করা শিক্ষার্থীর মধ্যে ১০ শতাংশ একাদশ শ্রেণিতে ভর্তি হয় না। এ অবস্থায় অনেক আসন থেকে যায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোহাম্মদ ছরওয়ার আলম জানান, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। এখনও আসন বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি।
এসি/টিসি