ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইডেন নূর ইংলিশ স্কুলে ফল উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
ইডেন নূর ইংলিশ স্কুলে ফল উৎসব ...

চট্টগ্রাম: ইডেন নূর ইংলিশ স্কুলে শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) ফল উৎসবের আয়োজন করা হয়।  

উৎসবের স্টলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আনা দেশি-বিদেশি হরেক রকমের ফলের প্রদর্শনী করা হয়।

এতে  প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ।  

এ সময়  তিনি বলেন, ইডেন স্কুল পরিবার সবসময় চাই আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে৷ সেকারনেই এই ব্যাতিক্রমি আয়োজন।

ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই উৎসব।  

উৎসবে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাসনিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন. স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াসিন সেলিম, বাংলাদেশ ইসলামিয়া স্কুল দুবাই এর সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, চিটাগাং ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির চেয়ারম্যান কে এম মুসা, রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম, হাটহাজারী শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খালেক, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বি কে চৌধুরী লিটন, হাটহাজারী থানা আওয়ামী লীগ নেতা আবু আলম, রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রনি প্রমুখ।

ফল উৎসবে এ দর্শনার্থীদের জন্য র‍্যাফেল ড্র আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।