ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কয়েলের আগুনে পুড়লো বাড়ি, দগ্ধ ৩ জনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ২৮, ২০২৩
কয়েলের আগুনে পুড়লো বাড়ি, দগ্ধ ৩ জনের মৃত্যু  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বায়েজিদে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ মে) ভোরে বায়েজিদ থানার সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত্যুবরণকারীরা হলেন- নূরুন নাহার (৩০), ফারিয়া (৩) ও মারুফ (১)।  

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে দেখা যায়- ওই বাড়িতে আরও দুইটি সিলিন্ডার অক্ষত রয়েছে।

ধারণা করছি, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, সকালে অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আনা হয়। তিনজনকেই হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

চমেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের প্রধান ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুনে দগ্ধ তিনজনের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। সেই সঙ্গে তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। এদের মধ্যে মারুফকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে এবং নুরুন নাহার ও ফারিয়া সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।