ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের হাত ধরেই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
জনগণের হাত ধরেই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে: নাছির ...

চট্টগ্রাম: মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিদেশি প্রভু দেশগুলো ঈর্ষান্বিত হয়ে পড়েছে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক এটা তারা চায় না।

বাংলাদেশ উন্নত হয়ে উঠলে তারা মোড়লগিরি করতে পারবে না। তাই তারা বিএনপি-জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা করে এদেশে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে।
জনগণের অধিকার হরণ করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় বসাতে চায়। কিন্তু এদেশের জনগণ সেটা কখনো হতে দেবে না।

শুক্রবার (১৬ জুন) বিকালে হালিশহর শাহজাহান বেকারী মোড় চত্বরে সিটি করপোরেশনের প্রথম ভারপ্রাপ্ত মেয়র ও উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মো. ইদ্রিস কমিশনারের ১৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আবার জঙ্গিরাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশে আবার জ্বালাও পোড়াও মানুষ হত্যার রাজনীতি ফিরে আসুক সেটা জনগণ কখনো চায় না। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে জনগনের হাত ধরেই আসতে হবে। প্রভুদের দাসখত দিয়ে তারা ক্ষমতা আসবে জনগণ তা হতে দেবে না।  

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশে আবার পাকিস্তানি প্রেতাত্মা ক্ষমতা নেবে, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত এদেশে পাকিস্তান কায়েম করবে সেটা জনগণ কখনো মেনে নেবে না। জনগণ তাদেরকে একাত্তরের শক্তি নিয়ে বিতাড়িত করবে।  

মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্ব ও উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ মনসুর চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সদস্য ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু , ডা. আরিফুল আমিন, ডা. মাহিদ বিন আমিন, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জানে আলম, পাহাড়তলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসলাম হোসেন, হালিশহর থানা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম, মরহুম ইদ্রিস কমিশনারের ছেলে মো. আশফাকুল আলম আশফাক, নুরুল আনোয়ার চৌধুরী, মো. রফিক, ইউনিট আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, বেলাল মিয়া, সুলতান আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, ওয়াহিদুল আমিন, শেখ আবদুল মান্নান, রেজাউল করিম ইরান, খন্দকার আসাদুজ্জামান, আনোয়ারুল হক জসিম, মাহবুবুর রহমান, দিদারুল হক, এমএ হাশেম, ইমন, ফয়সাল বাদশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।