ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমেরিকান হাসপাতাল এলাকায় অনিবন্ধিত ওষুধ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আমেরিকান হাসপাতাল এলাকায় অনিবন্ধিত ওষুধ, জরিমানা ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে আমেরিকান হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই সঙ্গে জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা।

 

সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে (আমেরিকান হাসপাতাল) অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম।

অভিযানে হাসপাতাল গেটের সামনের মা ফার্মেসি, মা মেডিকেয়ার এবং স্বাগতা ফার্মেসি থেকে চীন, ভারত সহ বিভিন্ন দেশের প্রায় ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়।

এছাড়া প্রত্যেক ফার্মেসিকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এসময় ফার্মেসির মালিকরা অভিযোগ করেন, হাসপাতালের ডাক্তাররাই এসব অনিবন্ধিত ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন।  

এসময় বেশ ক’জন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাক্তাররা এমন ওষুধ লিখেন যা সেখানে অবস্থিত ৩-৪টি ফার্মেসি ব্যতীত অন্য কোথাও পাওয়া যায় না। রোগীদের প্রেসক্রিপশনে দেখা যায়, সরকারি হাসপাতালের স্লিপে বিভিন্ন অনিবন্ধিত ওষুধ লিখা হয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফার্মেসি মালিক জানান, প্রতিটি বিদেশি ক্রীমের দাম এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত। প্রতি ক্রীমে ডাক্তার ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমিশন পান। এছাড়া এই হাসপাতালের সকল রোগীদের মেডিলিভ নামক একটি ল্যাবে টেস্ট করানোর জন্য বলে দেওয়া হয়। হাসপাতালের সামনেই দালালরা দাঁড়িয়ে থাকে। হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে এ ধরনের অনিয়মের সরাসরি প্রমাণ পেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  

ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন বাংলানিউজকে বলেন, এ ওষুধগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিবন্ধিত নয়। এগুলো কোনও ফার্মেসিতে বিক্রি করা যাবে না। কোনও ডাক্তার এগুলো প্রেসক্রাইভ করতে পারবেন না। কিন্তু এই সরকারি হাসপাতালের ডাক্তাররা কেন এসব ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন তা বোধগম্য নয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।