ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
পটিয়ায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু  ...

চট্টগ্রাম: পটিয়ায় পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ রুমা দে (৪৫) পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

সকালে পুকুরে স্নান করতে যাওয়ার পর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শহর থেকে ডুবুরি দল গিয়ে যৌথভাবে পুকুরে তল্লাশি চালায়।  

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে পুকুরে নেমে তিনি ডুবে যান। ডুবুরি দল সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।