ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী শনিবার ...

চট্টগ্রাম: উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অগ্রদূত, সরকারের প্রথম শ্রম ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, মুক্তিযুদ্ধের ইস্টার্ণ জোনের চেয়ারম্যান, সিটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী শনিবার (১ জুলাই)।

এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এদিন সকাল ১০টায় দামপাড়াস্থ মরহুমের কবর প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং মোনাজাত, পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

কর্মসূচি সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।