ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রচারণা শেষ, দোহাজারী পৌরসভা নির্বাচন সোমবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
প্রচারণা শেষ, দোহাজারী পৌরসভা নির্বাচন সোমবার  ...

চট্টগ্রাম: দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চন্দনাইশের দোহাজারী পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সোমবার (১৭ জুলাই)) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

 

শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে প্রচারণা শেষ হয়। এরই মধ্যে নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লোকমান হাকিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম, স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগসহ আরও ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৮০ জন প্রার্থী রয়েছেন।  

নির্বাচনে ১৪টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে হিসেবে গুরুত্ব বিবেচনায় কয়েকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন ৩ প্লাটুন বিজিবি সহ   পর্যাপ্ত র‌্যাব সদস্য। ১৪টি কেন্দ্রে দায়িত্বে থাকবেন ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন ম্যাজিস্ট্রেট। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

দোহাজারী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৬৯৪ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮৯২ জন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।