ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় ডেঙ্গু সচেতনতামূলক  কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) নগরের ১৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ খুলশী এলাকার ঝাউতলা ও আমবাগানে সুবিধাবঞ্চিত মানুষের আবাসস্থলে ডেঙ্গু মশা নিধনে ড্রেনে ব্লিচিং পাউডার, কেরোসিন ও ক্লোরিন ছিটানো হয়।

 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী এই কার্যক্রমে উপস্থিত থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার জনহিতকর কার্যক্রমের প্রশংসা করেন।  

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, নিজ নিজ বাড়ির সামনের ড্রেনে প্রতিনিয়ত ব্লিচিং পাউডার ও ক্লোরিন দিয়ে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

বদ্ধ পানিতে কেরোসিন ঢেলে দিলে মশার লার্ভা মারা যায়। ডেঙ্গুমুক্ত থাকতে চাইলে সবার অংশগ্রহণ প্রয়োজন।  

এসময় স্বেচ্ছাসেবক অজয় কর, ডা. উপল, ডা. শাওন, কামরুল, ইমতিয়াজ, ফয়সাল, বাবলা, জয়, প্রমিত, অন্তু, নির্ঝর ও কায়সার সৌরভ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।